|

লিটন নন্দী: নুর হতাশ করেছে, আন্দোলন চলবে

প্রকাশিতঃ ৭:১১ অপরাহ্ন | মার্চ ১৭, ২০১৯

লিটন নন্দী: নুর হতাশ করেছে, আন্দোলন চলবে

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামজোটের ভিপি প্রার্থী ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেছেন, গণভবনে ডাকসুর ভিপি নুরুল হক নুর যে বক্তব্য দিয়েছেন, তা তার আগের বক্তব্যের সঙ্গে সাঙ্ঘর্ষিক। নুর এর আগে নির্বাচন বয়কট করে পুনরায় নির্বাচন দাবি করেছিলো, কিন্তু এখন তিনি এ ফল নিয়েই এগিয়ে যেতে চেয়েছেন।

নূরকে উদ্দেশ করে লিটন বলেন, ভিন্ন ভিন্ন বক্তব্য খুবই ক্ষতিকর। তার বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হতাশ করেছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি এসব কথা বলেন।

পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে লিটন নন্দী বলেন, শনিবার বিকেলে গণভবনে নুর যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি কারচুপির এই ভোট বাতিলের আন্দোলনে আছেন, নাকি নেই, তা স্পষ্ট নয়।

এই নির্বাচন জালিয়াতির নির্বাচন উল্লেখ করে বামজোটের এই নেতা বলেন, ‘নির্বাচন ছাত্রলীগ ছাড়া সবাই আমরা প্রত্যাখ্যান করেছি। পুনরায় নির্বাচন না দেয়ার আগ পর্যন্ত এই জালিয়াতির নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন চলবে।’

দাবিগুলো হলো, কারচুপির এই নির্বাচনের ফল বাতিল ঘোষণা, শিগগিরই পুনরায় তফসিল, উপাচার্যসহ এই নির্বাচনে দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তার পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার, প্রার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি প্রদান।

সংবাদ সম্মেলনে লিটন নন্দী আগামীকাল ১৮ মার্চ ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্য কার্যালয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এ সময় তার সঙ্গে জোটভুক্ত ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ ১০টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 487
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪