|

শার্শায় ১৫৯ শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

প্রকাশিতঃ ৮:২৪ অপরাহ্ন | মে ০৩, ২০১৯

শার্শায় ১৫৯ শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল পরিবারের ১৫৯ মেধাবী প্রমিলা শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২রা মে বৃহস্প্রতিবার দুপুরে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এলজিএসপি-৩ এর আওতায় উপজেলার অডিটোরিয়াম প্রাঙ্গনে এই সাইকেল বিতরণ করা হয়।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.গওহর রিজভী, এ সময় তিনি বলেন, আয়োজনটি অবশ্যই প্রশংসনীয়।

এটি সরকারের উন্নয়নেরই একটি অংশ। তিনি শিক্ষা ক্ষেত্রে নারীদের প্রতি সরকারের বিভিন্ন সহযোগিতার চিত্র তুলে ধরেন। তিনি অভিভাবকদের বলেন আপনার সন্তানেরা যতটুকু পড়াশুনা করতে চাই আপনারা তাদের পড়াবেন এ ব্যাপারে অন্যান্য সাহায্য বর্তমান সরকার করবে।

শার্শায় ১৫৯ শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

প্রধানমন্ত্রী বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন ঘোষনা করেছেন। এর বিরুদ্ধে তোমাদেরই প্রতিরোধ গড়ে তুুলতে হবে। নারীদেরকে সামনের সারিতে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন শার্শা উপজেলার ব্যতিক্রমী আয়োজন সেই উন্নয়নেরই ধারাবহিকতা।

যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রমিলা শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার নিবার্হী অফিসার পূলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, নাভারন সার্কেল এএসপি আবু নাসের,ভূমি সহ:কমিশনার মৌসুমী জেরিন কান্তা,শিক্ষা অফিসার হাফিজুর রহমান, শার্শা থানার ওসি মশিউর রহমান, শার্শা উপেেজলার সকল চেয়ারম্যানবৃন্দ।

দেখা হয়েছে: 400
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪