|

শ্রমিকদের সড়ক পরিবহণ আইন শোনালেন লক্ষ্মীপুরের এসপি

প্রকাশিতঃ ৭:১৭ অপরাহ্ন | নভেম্বর ০২, ২০১৯

শ্রমিকদের সড়ক পরিবহণ আইন শোনালেন লক্ষ্মীপুরের এসপি

মো. রুবেল হোসেন, লক্ষ্মীপুরঃ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচ এম কামরুজ্জামান সড়ক পরিবহণ আইন-২০১৮ জনসাধারণ ও পরিবহণ শ্রমিকদের পড়ে শুনিয়েছেন।

শনিবার (২ নভেম্বর) দুপুরে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় প্রচারণামূলক লিফলেট থেকে আইনগুলো পড়ে শোনান তিনি। এতে ট্রাফিক এতে ট্রাফিক পরিদর্শক (টিআই) মামুন আল-আমিনসহ পরিবহণ মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

পরে আইন উল্লেখিত লিফলেট বিতরণ করা হয় সবার মাঝে।

শ্রমিকদের সড়ক পরিবহণ আইন শোনালেন লক্ষ্মীপুরের এসপি

জানা গেছে, জেলা সড়কে আইন কার্যকর করতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে রোববার (৩ নভেম্বর) বৃহৎ আকারে প্রচারণা চালানোর কথা রয়েছে।

এ ব্যাপারে শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এইচ এম কামরুজ্জামান বলেন, আইন বাস্তবায়নের আগে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। সচেতন হলেই তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। তবে খুব শীঘ্রই লক্ষ্মীপুরে সড়ক পরিবহণ আইন বাস্তবায়নে প্রশাসন কাজ করবে।

দেখা হয়েছে: 696
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪