|

সচেতনতা গড়ে তুলতে গিয়ে গণধর্ষণের শিকার ৫ সমাজকর্মী

প্রকাশিতঃ ৫:০১ অপরাহ্ন | জুন ২৩, ২০১৮

অপরাধ, অপরাধ বার্তা, নিউজ, News, news, Bangla News,bangla news, banglanews, bdnews, bd news

স্টাফ রিপোর্টারঃ

নারী ও শিশুপাচার নিয়ে সচেতনতা গড়ে তুলতে আয়োজন করা হয়েছিল পথনাটিকার। আর সেই অনুষ্ঠানের মাঝেই ৫ জন সমাজকর্মীকে অপহরণ করে গণধর্ষণ করার অভিযোগ উঠল ভারতের ঝাড়খণ্ডে।

নির্যাতিতারা পুলিশকে জানিয়েছেন, মঙ্গলবার ঝাড়খণ্ডের খুন্তি এলাকায় নারী ও শিশুপাচার নিয়ে সচেতনতা গড়ে তুলতে পথনাটিকার আয়োজন করেছিল একটি সংগঠন। সেখানেই অভিনয় করছিলেন ৯ জন। তাদের মধ্যে থেকে ৫ জনকে অপহরণ করা হয় সেখান থেকে। চোখ ও মুখ বেঁধে নিয়ে যাওয়া হয় ঘন জঙ্গলে। সেখানেই গণধর্ষণ করা হয় তাদের। সেই সঙ্গে মোবাইলে পুরো ঘটনার একাধিক ভিডিও তোলা হয়। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় ধর্ষণকারীরা।

প্রসঙ্গত, প্রত্যেক বছর ঝাড়খণ্ডের কোচাং, খুন্তি-সহ একাধিক এলাকা থেকে নারী ও শিশু পাচারের মতো ঘটনা ঘটে। মূলত, এই এলাকার দরিদ্র পরিবারগুলি থেকেই এই ঘটনা ঘটে চলেছে। ফলে, সেখানে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেয় এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

দেখা হয়েছে: 544
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪