|

ঈশ্বরগঞ্জে সুজনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিতঃ ৩:৫৪ অপরাহ্ন | নভেম্বর ১২, ২০২১

ঈশ্বরগঞ্জে সুজনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ “বৈচিত্র্যের মাঝে ঐক্যের চেতনা ধারণ করি, গনতান্ত্রিক-মানবিক বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুশাসনের জন্য নাগরিক সুজনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনের শৈলী কিন্ডার গার্টেনে জাতীয় সংগীত, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

উপজেলা সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রতন ভৌমিক, ঈশ্বরগঞ্জ সুজন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি নীককন্ঠ আইচ মজুমদার, সুজন সদস্য ও শৈলী কিন্ডার গার্টেনের পরিচালক অলক ঘোষ ছোটন, শৈশব বিদ্যানিকেতনের পরিচালক মুনসুর আহমেদ, সুজন সদস্য মোশাররফ হোসেন শাহিন, হাবিবুর রহমান শাহিন, সাহিনারা বেগম, আনোয়ারুল হক খোকা প্রমূখ।

উপজেলা সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, অসাম্প্রদায়িক ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সুশাসনের জন্য নাগরিক সুজন সারাদেশের ন্যায় ঈশ্বরগঞ্জেও সাধারণ মানুষকে সচেতন করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আর দুর্নীতি দুর্বৃত্তায়ন রোধে সুজন জনগণের পাশে থাকবে। মানুষের অধিকার আদায়ে জনগণকে সচেতন করাই সুজনের মূল লক্ষ্য।

দেখা হয়েছে: 193
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪