|

তানোরে কাউন্সিলরের বিরুদ্ধে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ গ্রামবাসীর 

প্রকাশিতঃ ৯:১১ অপরাহ্ন | অক্টোবর ০৬, ২০১৯

তানোরে কাউন্সিলরের বিরুদ্ধে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ গ্রামবাসীর 

তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোর পৌরসভার ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে গ্রামবাসীর যাতায়াতের দীর্ঘদিনের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার মাসিন্দা গ্রামে। এঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এনিয়ে গ্রামবাসীর পক্ষে মাসিন্দা গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র মাহাবুবুর রহমান বাদি হয়ে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গ্রামবাসী, অভিযোগ ও পুলিশ সুত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার মাসিন্দা গ্রামের মৃত মোন্তাজ আলীর পুত্র তানোর পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু’র সাথে একই গ্রামের আফসার আলীর পুত্র আফজাল হোসেনর সাথে দীর্ঘদিন আগে ওই রাস্তাদিয়ে ট্রলি যোগে মালামাল পারাপার করা নিয়ে দ্বন্দ সৃষ্টি হয়।

এঘটনার ওই সময় কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাব রাস্তার বিভিন্ন প্রকারের ১৫টি গাছ রোপন করে গ্রামবাসীর বিঘœ সৃষ্টি করেন। গত শনিবার পূর্ব শক্রতার জের ধরে ওই গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে প্রায় ২০টি পরিবার। এঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

গ্রামবাসীরা জানান, শত শত বছর ধরে ওই রাস্তাদিয়ে গ্রামর মানুষ চলাচল করে আসছিলো কিন্তু সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু ও আফজাল হোসেনের দ্বন্দের কারনে পুরো গ্রামবাসী একন অবরুদ্ধ হয়ে পড়েছে।

এব্যাপারে যোগাযোগ করা হলে তানোর থানাার অফিসার (ইনচার্জ) ওসি খাউরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এভ্যাপারে যোগাযোগ করা হলে তানোর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু, এবিষয়ে কোন কিছু বলতে রাজি না হয়ে সাংবাদিকদের এড়িয়ে যান।

দেখা হয়েছে: 392
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪