|

মুক্তাগাছার জাপার প্রার্থী হচ্ছে জনদরদী মুক্তি

প্রকাশিতঃ ৯:১৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০২, ২০১৮

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহঃ
মুক্তাগাছার মন্ডা নাম শুনলেই জ্বিবে জল এসে যায়। আর আছে দৃষ্টি নন্দন জমিদার বাড়ী। ঐতিহ্য আর মধুপুর বনের আংশিক নিয়েই ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন। সবুজ শ্যামল ছায়ায় দৃষ্টি নন্দিত এ ঐতিহ্যবাহী উপজেলার সাংসদ সদস্য এখন সালাউদ্দিন আহাম্মেদ মুক্তি।

কতিথ পাহাড়ের লাল মাটি আর আদিবাসী, হিন্দু, মুসলিম আর ক্ষুদ্র জনগোষ্ঠির এই এলাকায় সালাউদ্দিন মুক্তি যেন এক জনপ্রিয় ও জনদরদী নাম। উন্নয়ন আর মানব সেবায় সে যেন জনদরদীর কাতারে স্থান করে নিয়েছেন।

ধারাবাহিকাতার সূত্র ধরেই এবারো জাপার একমাত্র প্রার্থী হবেন সালাউদ্দিন আহাম্মেদ মুক্তি। মুক্তাগাছা ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনটি ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৪ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৭ হাজার ৮৭৮ ও মহিলা এক লাখ ৪৬ হাজার ৩৬৬ জন।

সারাদেশের ন্যায় মুক্তাগাছায় বইতে শুরু করেছে নির্বাচনের আগাম হাওয়া। হাট বাজারে ও শহরের চাস্টল গুলোর উপস্থিতি মানুষ গুলোই যেন এবার সংসদ নির্বাচনের আলোচনায় মেতে উঠেছে। জনসংযোগ আর ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা উপজেলা। প্রত্যাশীত প্রার্থীরাও দিচ্ছে বিভিন্ন গ্রাম গঞ্জের মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি। আর অভ্যন্তরীণ কোন্দলে জেরধরে আওয়ামী লীগে প্রার্থীর ছড়াছড়ি।

ধানের শীষের দুর্গ হিসেবে খ্যাত ময়মনসিংহ-৫ আসনটি ৭৫ এরপর ২০০৮ সালে নির্বাচনের পূর্ববর্তী সময়ের বেশিরভাগ সময়ে ছিল বিএনপির দখলেই। এখানে কখনোই আওয়ামী লীগ জয়লাভ করতে পারেনি। ৯০-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ‘৯১ সালের নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হন প্রয়াত কেরামত আলী তালুকদার।

১৯৯৬ সালের নির্বাচনে জাতীয়পার্টি ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেয়া নৌকার প্রার্থী প্রয়াত স্পিকার শামছুল হুদা চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হন বিএনপির প্রার্থী শিল্প সচিব আলহাজ একেএম মোশাররফ হোসেন এফসিএ। ২০০১ সালে নির্বাচনে প্রয়াত সংবাদপাঠিকা রাশিদা মহিউদ্দিনকে পরাজিত করে পুনরায় একেএম মোশাররফ হোসেন নির্বাচিত হয়ে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন।

সে সময় মুক্তাগাছার উন্নয়নের রূপকার হিসেবে তার ব্যাপক নাম ও খ্যাতি ছড়ায়। অবশ্য তখনও নেপথ্যে থেকে সহযোগিতা করেন তারই ছোট ভাই ক্লাসিক গ্রুপের চেয়ারম্যান ও বর্তমানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ জাকির হোসেন বাবলু।

২০০৮ সালে এ আসন থেকে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ কেএম খালিদ বাবু বিএনপির প্রার্থী আলহাজ জাকির হোসেন বাবলুকে পরাজিত করে নির্বাচিত হন। মূলত ওই নির্বাচনে একেএম মোশাররফ হোসেনেরই প্রার্থী হওয়ার কথা ছিল। তিনি দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে ময়মনসিংহ সদর আসন থেকে নির্বাচন করায় এ আসনে তার ছোট ভাই আলহাজ জাকির হোসেন বাবলু বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

২০১৪ সালে বিএনপি নির্বাচন বয়কট করায় জাতীয়পার্টির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতায় নৌকার প্রার্থী কেএম খালেদ বাবু প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে বিনাপ্রতিদ্বন্ধিতায়, বিনা ভোটে নির্বাচিত হন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির বর্তমান যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি। মুক্তি নির্বাচিত হওয়ার পরই তিনি সাধারণ মানুষের কাছে মিশে যান।

এলাকার ব্যাপক উন্নয়ন কাজও করেন তিনি। ফলে জনগণের আলোচনার মুখে এসেযায়। যে কারণে তার জনপ্রিয়তাও এখন অন্য যে কোন দলের চেয়ে ভারি মনে হয়। তবে একটি কুচক্রী মহল তার খ্যাতি জস বিনষ্ট করার লক্ষে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় চরম কোন্দলের কারণে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীর তালিকা দীর্ঘই হচ্ছে।

মুক্তাগাছা আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদ মুক্তির সাথে একান্ত স্বাক্ষাৎ কালে তিনি বলেন, আপনারা আওয়ামীলীগের ১৫ বছর, বিএনপি’র ১৫ বছর ও জাতীয় পার্টির ৯ বছরের শাসনামল দেখেছেন। আওয়ামীলীগ, বিএনপি ৩০ বছরে যতটুকু উন্নয়ন কাজ করেছে পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ তার চেয়ে বেশি করেছেন।

সাধারণ মানুষ মনে করে আওয়ামীলীগ, বিএনপি’র মধ্যে কোন পার্থক্য নাই। নৌকা ও ধানের শীষ প্রতীক দেখে যারা উন্মাদ হয়ে ভোট দেয় তাদের অধিকাংশই বিবেক দিয়ে বিবেচনা করে ভোট দেয়না। যোগ্য দেখে পক্ষ নিয়ে, দক্ষ দেখে ভোট দিলে সাধারণ মানুষের কল্যাণ হবে। আমি আবারো নির্বাচিত হলে সততা নিষ্ঠার সাথে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করব।

রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে বিগত নির্বাচনে বিনা প্রতিদ্বনিন্দ্বিতায় নির্বাচিত হয়ে অতীতের সব উন্নয়নের রেকর্ড ভঙ্গ করে ব্যাপক পরিমাণ উন্নয়ন করেছি। তাই আগামী নির্বাচনে মনোনয়ন প্রাপ্তি ও বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। মুক্তাগাছার সন্তান হিসেবে এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক আমার।

উল্লেখ্য যে সালাউদ্দিন আহাম্মেদ মুক্তির স্ত্রী বেগম জোসনা আরা মুক্তি জেলা পরিষদ নির্বাচনে মুক্তাগাছা আসন থেকে সর্ব্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন।

দেখা হয়েছে: 820
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪