|

ময়মনসিংহে র‍্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিতঃ ১০:০৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৬, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহ নগরীর ক্লিনিক পাড়ায় বিভিন্ন ক্লিনিক ও প্যাথলজি গুলোতে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা নগদ অর্থ জরিমানা করেছে র‍্যাব-১৪ এর ভ্রাম্যমান আদালত। এ সময় রংধনু প্যাথলজিকে এক লক্ষ টাকা, শুভেচ্ছা ক্লিনিকে এক লক্ষ টাকা ও ভরসা নামে একটি প্যাথলজিতে বন্ধ করে তালা লাগিয়ে দেয়া হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারী ) দুপুরে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌতম দেব ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ আব্দুল্লা আল জাকির এই অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে জাকির জানান, ক্লিনিক ও প্যাথলজি গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, অব্যবস্থাপনা, ডাক্তার না থাকা ও মেয়াদ উত্তিন্ন ঔষধ থাকায় তাদের জরিমানা করা হয়েছে।

এ সময় রংধনু প্যাথলজিকে এক লক্ষ টাকা, শুভেচ্ছা ক্লিনিকে এক লক্ষ টাকা ও ভরসা নামের অন্য একটি প্যাথলজিতে লোকজন না থাকায় ওই প্রতিষ্ঠানটি বন্ধ করে তালা লাগিয়ে দেয়া হয়েছে। তবে র‍্যাবের ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

দেখা হয়েছে: 513
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪