|

ময়মনসিংহের ফুটপাত দখলমুক্ত করণে অভিযান

প্রকাশিতঃ ১১:১২ অপরাহ্ন | ডিসেম্বর ০৩, ২০১৯

ময়মনসিংহের ফুটপাত দখলমুক্ত করণে অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ শহরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাত দখল করে অাছে ছোট-বড় ব্যবসায়ীরা। গাঙ্গিনারপাড়সহ অনেক পয়েন্টে দীর্ঘদিন যাবৎ হকাররা রাস্তা দখল করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে থাকে।

ফলে মার্কেটে আসা লোকজনের অসুবিধার মুখে পরতে হয়। অন্যদিকে হকাররা বলছে,তাদেরকে নির্দিষ্ট জয়গার ব্যবস্থা না করে দিলে পরিবার পরিজন নিয়ে বেচে থাকা কঠিন।

এসকল বিষয় মাথায় রেখে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন কর্তৃক প্রায়ই অভিযান পরিচালিত হচ্ছে।জনদুর্ভোগ লাঘবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চরপাড়া মোড় থেকে ভাটিকাশর মোড় পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসান মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট আইনে জরিমানা আদায় করা হয়। এসময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 489
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪