|

রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় আগুন

প্রকাশিতঃ ৭:২৬ অপরাহ্ন | নভেম্বর ০৫, ২০২১

রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় আগুন

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানায় থাকা কাপড়, সুতাসহ মেশিনারীজ পুড়ে গেছে। (৫ নভেম্বর) শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুম্মার নামাজের সময় কাঞ্চন বাজারে অবস্থিত তোফায়েল আহাম্মেদের মালিকানাধীন চাঁদার তৈরির টেক্সটাইল কারখানায় হঠাৎ করে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখার ধোয়া বাজার এলাকায় ছড়িয়ে পড়ে।

এসময় স্থানীয়রা আগুন আগুন করে চিৎকার শুরু করে। এক পর্যায়ে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা প্রায় ২০ থেকে ২৫ ফুট উঁচুতে উঠে যায়।

স্থানীয়রা আগুন নেভানো চেষ্টা চালায়। খবর পেয়ে কাঞ্চন ও পুর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘন্টা ব্যপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষনে কারখানায় থাকা কাপড়, সুতাসহ ৮টি মেশিনারীজ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। কাঞ্চন পৌর মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক ঘটনাস্থল পরিদর্শণ করেনে।

এ বিষয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সময় মতো আগুন নেভাতে না পারলে আশ-পাশে আগুন ছড়িয়ে কাঞ্চন বাজার এলাকায় ছড়িয়ে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।

দেখা হয়েছে: 262
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪