|

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় মানববন্ধন

প্রকাশিতঃ ১০:২১ অপরাহ্ন | ডিসেম্বর ০৭, ২০২০

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙায় প্রতিবাদ জানিয়েছেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

সোমবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধনে উপাচার্য প্রফেসর ড. এএইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার ঘটনা মেনে নেওয়া যায় না।

যার হাত ধরে দেশে স্বাধীনতা এসেছে, যিনি বাংলাদেশের স্থপতি, তার ভাস্কর্যে আঘাত মানে বাংলাদেশের উপর আঘাত।
যারা এই কাজ করেছে তাদের রাজাকার, দেশদ্রোহী আখ্যা দিয়ে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই।

এই আয়োজনে আরও অংশ নেন ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর ড. সুব্রত কুমার দে, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. শেখ সুজন আলী, ভিসি দপ্তরের উপ পরিচালক এস এম হাফিজুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু নীল দলের সভাপতি ড. সিদ্ধার্থ দে, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মামুন রেজা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশ নেওয়া সবাই ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।

উল্লেখ্য যে, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটির কাজ প্রায় শেষ হওয়ার পথে। শুক্রবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেন। এরপর থেকে ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

দেখা হয়েছে: 485
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪