|

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সহায়তায় নকলউৎসব

প্রকাশিতঃ ৮:০১ অপরাহ্ন | জানুয়ারী ৩১, ২০১৮

আবু রাইহান, ত্রিশাল প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে পরীক্ষায় নকলের সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পরীক্ষার খাতা ছিঁড়ে পুড়িয়ে ফেলেছেন বিভাগীয় প্রধান ড. মোসারত শবনম। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে এই ঘটনা ঘটে।

জানা যায়, সংগীত বিভাগের ‘লোক সংগীত’ বিষয়ের মাস্টার্স প্রথম সেমিস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৭ জন। আজ তাদেরকে ডিন অফিসে ডেকে নিয়ে পরীক্ষা দিতে বসান ফ্যাকাল্টির ডিন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোসারত শবনম।

এই শিক্ষক, পরীক্ষার্থীদের খাতা দিয়ে পরীক্ষায় বসিয়ে খণ্ডকালীন শিক্ষক সাদমান তাহারীফ প্রত্যয়কে দায়িত্বে রেখে তিনি চলে যান। পরে তিনি জানতে পারেন পরীক্ষায় নকল হচ্ছে। এমন অভিযোগে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা একজোট হয়ে বিভাগীয় চেয়ারম্যান এর রুমের সামনে বিক্ষোভ করে।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সহায়তায় নকলউৎসব

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সহায়তায় নকলউৎসব

ঘটনাস্থলে এসে সব দেখেশুনে পরীক্ষার খাতা ছিঁড়ে পুড়িয়ে দেন ড. মোসারত শবনম। তবে ক্লাস রুম রেখে ডিনের রুমে কেন পরীক্ষা নেয়া হচ্ছিলো, তার কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

তবে বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, খণ্ডকালীন শিক্ষক সাদমান তাহারীফ প্রত্যয় এ ঘটনার সাথে জড়িত। শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য গত এক মাস ধরে তার অধীনে ক্লাস পরীক্ষা বর্জন করে আসছেন শিক্ষার্থীরা। ওই শিক্ষকের বিরুদ্ধে এতদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা নেয়নি।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে সাদমান তাহারীফ প্রত্যয়কে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

দেখা হয়েছে: 603
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪