|

গোমস্তাপুরে চেয়ারম্যান এর বিরুদ্ধে শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ

প্রকাশিতঃ ২:৪৭ অপরাহ্ন | অক্টোবর ২৫, ২০২০

অভিযোগ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীর এক শিক্ষক দম্পতি ও শিশু সন্তানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও গোমস্তাপুর থানার ওসির নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছে ওই শিক্ষক দম্পতি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের মহানন্দাবাঁধ এলাকার  শিক্ষক দম্পতি রুহুল আমীন ও তার স্ত্রী মাসেদা বেগম তাদের জমি-জমা ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরের কারনে অনুষ্ঠিত সালিসের সিন্ধান্ত মোতাবেক ওই এলাকার রইসুদ্দিনের কাছে জমি বিক্রির জন্য নেয়া বায়নার টাকা ফেরত দেয়ার লক্ষে গত ১৫ অক্টোবর ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিরুল ইসলামের বাড়িতে গেলে টাকা-পয়সা লেনদেনের এক পর্যায়ে শিক্ষক রুহুল আমীন টাকা পরিশোধের প্রমাণ স্বরুপ ১’শ’ টাকার তিনটি স্ট্যাম্পে টাকা গ্রহিতা রইস উদ্দিনের সাক্ষর চাওয়ায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক দম্পতি ও তাদের শিশু সন্তানকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারিরিকভাবে লাঞ্চিত করে। এর এক পর্যায়ে ওই তিনটি স্ট্যাম্প তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে।

এ সময় ঘটনা প্রবাহ মোবাইল ফোনে তাদের শিশু সন্তান ভিডিও ধারণ করার সময় তাকেও ওই চেয়ারম্যান মারধর করে মোবাইল
ফোনটি ভেঙ্গে ফেলে।পরে স্থানীয়রা এসে তাদের চেয়ারম্যানের কবল থেকে রক্ষা করে।

এ ঘটনায় সেদিনই গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দেয় ওই শিক্ষক দম্পতি। পরে গত ১৮ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার ও পরের দিন ১৯ অক্টোবর জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করে।

এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাদিরুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করে নি।অভিযোগ প্রসঙ্গে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, এ ঘটনার সুষ্ঠ সমাধানের জন্য উভয় পক্ষ সময় নেয়ার আইনগত ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে।

এদিকে উপজেলা নির্বাহী অফিসা মিজানুর রহমান জানান ,অভিযোগের বিষয়ে গোমস্তাপুর থানা পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে।

দেখা হয়েছে: 245
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪