|

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঈশ্বরগঞ্জে মতবিনিময়

প্রকাশিতঃ ৩:৪৯ অপরাহ্ন | অগাস্ট ২৮, ২০২১

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঈশ্বরগঞ্জে মতবিনিময়

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী যথাযথভাবে পালনের লক্ষ্যে শনিবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এস,এম, সানোয়ার রাসেল’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ফেরদৌস কোরাইশী টিটু, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম, বর্তমান সদস্য রতন ভৌমিক, কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন।

এছাড়া ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইফতেখার সুমন, বর্তমান প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য রেজাউল করিম বিপ্লব, সাংবাদিক আজিজুল হাই সোহাগ, হাবিবুর রহমান হাবিব, উবায়দুল্লাহ রুমি, মহিউদ্দিন রানা, আর কে রাজু, হোসাইন মোহাম্মদ তারেক, ইশতিয়াক আহম্মেদ ইসহাক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ বছর মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময়, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সম্পদের অগ্রগতি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, চাষীদের সাথে মতবিনিময়, পরামর্শ প্রদান, মাটি ও পানি পরীক্ষা, প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হবে।

দেখা হয়েছে: 218
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪