|

ধর্ষণের পর খুন করে নামাজের ইমামতি করা সেই মোয়াজ্জিন গ্রেফতার

প্রকাশিতঃ ৮:৩১ অপরাহ্ন | মার্চ ৩০, ২০২০

ধর্ষণের পর খুন করে নামাজের ইমামতি করা সেই মোয়াজ্জিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে আলােচিত তাকমীন হত্যাকাণ্ডের প্রধান আসামি মোয়াজ্জিন আশিকুল হককে (১৯) গফরগাঁও থানা পুলিশ গ্রেফতার করেছে ।

রবিবার দুপুর ২টার দিকে গফরগাঁও থানার ৫০ গজ দূরে পৌর শহরের মহিলা কলেজ রােডের অধ্যক্ষ আখতার হােসেন কিন্ডার গার্টেন স্কুলের একটি কক্ষ তাকে গ্রেফতার করা হয়। আশিকুল নান্দাইল উপজেলার তারাপাশা গ্রামের আইনাল হকের ছেলে।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকুল হক তাকমীনকে হত্যার কথা স্বীকার করেছে। আশিকুলের সহযােগী পুলিশের হাতে গ্রেফতার মাহফুজ শুক্রবার বিকালে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মােহাম্মদ ইমাম হােসেনের আদালতে স্বীকারােক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে ৬ দিনের মধ্যে আলােচিত এই হত্যাকাণ্ডে জড়িত তিনজনের মধ্যে দুইজনকে গ্রেফতার করতে পারলাে পুলিশ।

এলাকাবাসী ও গফরগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ হত্যাকাণ্ডের প্রধান আসামি পাড়াভরট বায়তুন নুর জামে মসজিদের মােয়াজ্জিন আশিকুল সােমবার দিবাগত রাতে তাকমীনকে ধর্ষণের পর খুন করে।

পরে তিনি মসজিদে ফজরের আজান দেন এবং ফজরের নামাজে ইমামতি করে। বুধবার জোহর পর্যন্ত আশিকুল বায়তুন নুর জামে মসজিদে অবস্থান করে সকল ওয়াক্তের আজান দেওয়াসহ স্বাভাবিক কাজকর্ম করেন। জোহরের পর তিনি মসজিদ থেকে পালিয়ে পৌর শহরের মহিলা কলেজ রােডের অধ্যক্ষ আখতার হােসেন কিন্ডার গার্টেন স্কুলের একটি কক্ষে অবস্থান করে।

এদিকে আশিকুলকে গ্রেফতার করতে ৫ দিন ধরে গফরগাঁওসহ ময়মনসিংহ জেলার বেশ কয়েকটি থানায় অভিযান চালায় পুলিশ।

উল্লেখ্য, উপজেলার পাড়াভরট গ্রামের আব্দুল মতিনের কন্যা তাকমীনকে সােমবার দিবাগত রাত তিনটার দিকে পালিয়ে বিয়ে করার কথা বলে মােবাইল ফোনে বাড়ি থেকে ১০০ গজ দূরে পাড়াভরট বায়তুন নুর জামে মসজিদের কাছে ডেকে এনে ধর্ষণ করে খুন করে আশিকুল ও তার দুইবন্ধু । গত মঙ্গলবার বিকালে তাকমীনের পিতা অজ্ঞাতনামা আসামি দিয়ে গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

দেখা হয়েছে: 554
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪