|

নড়াইলে অভিযান চালিয়ে ৫০ মণ ফরমালিনযুক্ত আম ধ্বংস ও জরিমানা

প্রকাশিতঃ ১২:৩৬ পূর্বাহ্ন | জুন ২৩, ২০১৮

নড়াইলে অভিযান চালিয়ে ৫০ মণ ফরমালিনযুক্ত আম ধ্বংস ও জরিমানা

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইলে ৫০ মণ ফরমালিনযুক্ত আম ধ্বংস করেছেন প্রশাসনিক কর্মকর্তারা। ঘটনাটি ঘটেছে নড়াইল জেলার সদর উপজেলাধীন আফরা গ্রামে।

জানা গেছে, শুক্রবার (২২ জুন) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে এসকল ফরমালিনযুক্ত আম ধ্বংস করা হয়। জানা গেছে, আফরা গ্রামে একটি চক্র আমে ফরমালিন মেশাচ্ছে মর্মে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর নিকট একটি গোপন সংবাদ আসে।

সেই সংবাদের পরিপ্রেক্ষিতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান। এসময় পুলিশ আমে ফরমালিন মেশানের অভিযোগে নড়াইল সদরের আফরা গ্রামের মৃত আজিম ফারাজির ছেলে মালেক ফারাজি (৪০) ও মোক্তার মোল্যার ছেলে সোহরাব মোল্যা (৬০) কে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় আমে মেশানো ক্ষতিকর ফরমালিনও তাদের নিকট থেকে উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারের পর সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ফরমালিন মেশানো আমগুলো জনসম্মুখে গাড়ি দিয়ে পিষে ফেলা হয়।

এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে বলেন, খাদ্যদ্রব্যে বিষাক্ত দ্রব্য মেশানোর মতো জঘন্য অপরাধ সত্যিই ক্ষমার অযোগ্য। এ ধরনের অপকর্মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নড়াইল পুলিশ কখনোই পিছপা হবে না।

দেখা হয়েছে: 542
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪