|

নড়াইলে অসহায় পরিবারের মাঝে নিত্যপণ্য সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ ৪:২১ অপরাহ্ন | এপ্রিল ১০, ২০২০

নড়াইলে অসহায় পরিবারের মাঝে নিত্যপণ্য সামগ্রী বিতরণ

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ অসহায় পরিবারের মাঝে দেশের এই ক্রান্তিলগ্নে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদল পণ্যসামগ্রী, সড়ক দূর্ঘটনায় নিহত নড়াইলের লোহাগড়ার বিএনপি,যুবদল ও ছাত্রদলের ১০ পরিবারের মাঝে ছাত্রদলের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে নিত্যপণ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি,সাধারণ সম্পাদক ও ছাত্রদলের খুলনা বিভাগীয় টিমের পরামর্শে নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির নির্দেশে নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা লাক্সমি নিজ অর্থায়নে পরিবারগুলিরে মধ্যে নিত্যপণ্য সামগ্রী বিতরণ করেন।

নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা লাক্সমি জানান, ২০১০ সালের ১৮ই এপ্রিল বেগম খালেদা জিয়ার খুলনা বিভাগীয় মহাসমাবেশে যোগদান করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ নেতাকর্মী নিহত হন। ওই অসহায় পরিবারের মাঝে দেশের এই ক্রান্তিলগ্নে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদল পণ্যসামগ্রী বিতারণ করেছে।

বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ আজিজুর রহমান, লোহাগড়া পৌর যুবদলের যুগ্মআহবায়ক আশিকুর রহমান স্বপন, শাহনেওয়াজ শিকদার মিরাজ, লোহাগড়া উপজেলা ছাত্রনেতা সৈয়দ জাফর আলী ছাত্রনেতা, শাহরিয়ার ইসলাম আশিক, লোহাগড়া পৌর ছাত্রনেতা রিয়াজুল ইসলাম মুন্না, ছাত্রনেতা এস.এম আবরার শাকিল অনিক, আরিফুর রহমান সোহাগ, মোঃ তাওহীদুল ইসলাম রাজু, এস এন শরিফুল ইসলাম লায়ন, লোহাগড়া কলেজের ছাত্রনেতা রকিবুল ইসলাম, মোঃ শাহিন ইসলাম,এম সজল আহম্মেদ।

এছাড়াও ছাত্রদল নেতারা শতাধীক দরিদ্র পরিবারকেও নিত্যপণ্য সামগ্রী প্রদান করে।নড়াইলের পল্লীতে সড়ক দূর্ঘটনায় নিহত বিএনপি, যুবদল-ছাত্রদলের পরিবারের মাঝে নিত্যপণ্য সামগ্রী প্রদান।

দেখা হয়েছে: 420
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪