|

পলাশবাড়ীর প্রতিবন্ধী সেবা সংস্থার ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত

প্রকাশিতঃ ২:২২ অপরাহ্ন | ডিসেম্বর ২৯, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীর প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস)-এর আয়োজনে প্রতিবন্ধীদের মানসিক উৎকর্ষ সাধন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলে শনিবার দিনব্যাপী আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি’র হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

স্থানীয় এস.এম.বি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দূর্ণীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি নবীউল ইসলাম, নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটি’র নির্বাহী পরিচালক আব্দুল্যা-আল-মামুন ও প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস) সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল মন্ডল প্রমুখ।

এসময় সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আশাদুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল, আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়নাল আবেদীন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিডেট, পলাশবাড়ী শাখার দ্বিতীয় অফিসার মো. ফখরুল ইসলাম ও প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস) সভাপতি সদরুল আমিন চৌধুরী ছাড়াও সংস্থার অন্যান্য সদস্যসহ প্রতিবন্ধী শিশুরা এবং তাদের মা-বাবা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩১ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের শীতবস্ত্র কম্বল ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক জাহিদ আনোয়ার রিন্টু ও ফারজানা ফেরদৌসী সূবর্ণা। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হ

দেখা হয়েছে: 513
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪