|

পাঁচন্দর ইউপির নির্বাচনী সেন্টার কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১১:৪০ অপরাহ্ন | অক্টোবর ২৪, ২০২১

পাঁচন্দর ইউপির নির্বাচনী সেন্টার কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারোয়ার হোসেন, তানোর: আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৩নং পাঁচন্দর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মতিনের নির্বাচনী সেন্টার কমিটি গঠন ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত করা হয়েছে।

রোববার(২৪ অক্টোবর) দুপুরে পাঁচন্দর ইউপির কৃষ্ণপর বাজার হাট চালিতে এ নির্বাচনী সেন্টার কমিটি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী সেন্টার কমিটি ও মতবিনিময় সভায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।

বিশেষ অতিথি হিসেবে দেখতে ছিলেন,তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, ইসমাইল হাজ্বী,বুলার,যুবলীগ নেতা মাহাবুর রহমান,পাঁচন্দর ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি সাদিকুল ইসলাম, কলমা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মুর্শেদুল মোমিন রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না বলেন, দেশ আজ উন্নয়নসীল দেশের কাতারে দাড়িয়েছে একমাত্র আওয়ামী লীগ সরকারের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার একটিই স্বপ্ন শুধু কি ভাবে দেশের মানুষকে সুখী জীবন মানোন্নয়ন ঘটানো যায়। সেই লক্ষেই কাজ করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

আজ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মানুষ ১০টাকা কেজি চাল পাচ্ছেন, ভূমিহীনরা জায়গাসহ বাড়ি পাচ্ছেন, বিধবারা বিধবা ভাতা পাচ্ছেন, প্রতিবন্ধীরা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন,এমনকি গর্ভবতী মহিলারা মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন,যা শুধু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।

তাই দেশের উন্নয়নকে এগিয়ে নিতে ও নিজের মানোন্নয়ন ঘটাতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তাই ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ সম্পূর্ণ করতে ভোট দিয়ে জয়যুক্ত করুন বলে ইউনিয়নের জনসাধারণের উদ্দেশ্যে আহবান জানান তিনি।

দেখা হয়েছে: 213
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪