|

পার্বতীপুরে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহতের শঙ্কা!! ভ্রমনে ২৭ শিক্ষক

প্রকাশিতঃ ১২:০১ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৬, ২০২০

দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একসঙ্গে ছয় দিনের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ছুটি শেষ হতেই চার দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে কক্সবাজারের সমুদ্রসৈকতে গেছেন। মঙ্গলবার তারা প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে সময় কাটিয়েছেন।

পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষকরা এ সফর করছেন। এতে এসব বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহতের আশঙ্কা করছেন অভিভাবকরা।

সংশ্লিষ্টরা জানান, গত ১১ থেকে ১৬ ফেব্রম্নয়ারি পর্যন্ত ছয় দিনের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ নেন উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের তিন নারীসহ ৩০ প্রধান শিক্ষক। এর মধ্যে ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৈমিত্তিক ছুটি নিয়ে বর্তমানে কক্সবাজারে রয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আজিজুল হক, আবদুল মান্নান ও মরিয়ম নেছা জানান, গত সোমবার থেকে চার দিনের ছুটিতে আছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বাকি প্রধান শিক্ষকদের দু-তিনজন ছাড়া সবাই এসএমএস ও ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে ছুটির আবেদন করেছেন। পরে তারা হার্ডকপি জমা দেবেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা একেএম আজিজুল হক বলেন, ‘একসঙ্গে এত সংখ্যক প্রধান শিক্ষকের ছুটি নেওয়ার ঘটনা আমার জানা নেই। আমার ক্লাস্টারের কোনো প্রধান শিক্ষক কক্সবাজার যাননি। ’

এ বিষয়ে বক্তব্য জানতে কক্সবাজারে অবস্থানরত পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঙ্গে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

দেখা হয়েছে: 406
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪