|

প্রাণঘাতী করোনা ভাইরাসের হানা ৬৬ দেশে, বাড়ছে আতঙ্ক

প্রকাশিতঃ ৩:২৭ অপরাহ্ন | মার্চ ০২, ২০২০

করোনা ভাইরাস

অনলাইন বার্তাঃ প্রাণঘাতী করোনা ভাইরাস ইতিমধ্যে বিশ্বের ৬৬ দেশে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ৩ হাজার লোকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯০ হাজারের বেশি মানুষ।

শুধু চীনেই এই ভাইরাসে ২ হাজার ৯শ’ ১২ জনের মৃত্যু হয়েছে। তবে চীনে দাবি, এখন করোনায় তাদের দেশে আক্রান্ত ও মৃতের হার কম। এদিকে চীনে বাইরে ইতালি, দক্ষিণ কোরিয়া, ইরানে এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে চীনের বাইরে করোনা ভাইরাসে আফগানিস্তানে ১ জন, আলজেরিয়ায় ১ জন, অস্ট্রেলিয়ায় ৩০ জন, মৃত ১, অস্ট্রিয়ায় ১০ জন, বাহরাইনে ৪৭ জন, বেলারুশে ১ জন, বেলজিয়ামে ১ জন, ব্রাজিলে ২ জন, কম্বোডিয়ায় ১ জন, কানাডায় ২৪ জন, ক্রায়েশিয়ায় ৬ জন, চেক প্রজাতন্ত্র ১ জন, ডেনমার্কে ৩ জন, ডোমিনিকান প্রজাতন্ত্রে ১ জন, ইকুয়েডরে ৬ জন, মিশরে ২ জন, এস্তোনিয়ায় ১ জন, ফিনল্যান্ডে ৩ জন, ফ্রান্সে ১০০ জন (মৃত ২),

জর্জিয়ায় ১ জন, জার্মানিতে ১১১ জন, গ্রিসে ৭ জন, হংকং য়ে ৯৮ জন (মৃত ২) , আইস ল্যান্ডে, ১ জন, ভারতে ৩ জন, ইন্দোনেশিয়ায় ২ জন, ইরানে ৯৭৮ জন ( মৃত ৫৪), ইরাকে ১৯ জন, আয়ারল্যান্ডে ১জন, ইসরাইলে ৭ জন, ইতালিতে ১,৬৯২ জন ( মৃত ৩৪) , জাপানে ৯৪৪ জন ( মৃত ১২ ) , কুয়েতে ৪৬ জন, লেবাননে ১০ জন, লিথুয়ানিয়ায় ১ জন, লুক্সেমবার্গে ১ জন, ম্যাকাওয়ে ১০ জন, মালয়েশিয়ায়, ২৫ জন, ম্যাক্সিকোয় ৫জন,

মোনাকোতে ১ জন, নেপালে ১ জন, নেদারল্যান্ডে ৭ জন, নিউ জিল্যান্ডে ১ জন, নাইজেরিয়ায় ১ জন, উত্তর ম্যাসেডোনিয়ায় ১ জন, নরওয়েতে ১৫ জন, ওমানে ৫ জন, পাকিস্তানে ৪ জন, ফিলিপাইনে ৩ জন ( মৃত ১), কাতারে ৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৪২১২ ( মৃত ২৬ ), স্পেনে ৭৩ জন, শ্রীলঙ্কায় ১ জন, সুইডেনে ১৩ জন, সুইজারল্যান্ডে ১৮ জন, তাইওয়ানে ৪০ জন, থাইল্যান্ডে ৪৩ জন ( মৃত ১), সংযুক্ত আরব আমিরাতে ১৯ জন, যুক্তরাজ্যে ৩৫ জন, যুক্তরাষ্ট্রে ৮৯ জন ( মৃত ২ ) , ভিয়েতনামে ১৬ জন আক্রান্ত হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপরই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয় ।

দেখা হয়েছে: 404
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪