|

শার্শা সীমান্তে ফেনসিডিল ও এনাগ্রা ট্যাবলেটসহ আটক ১

প্রকাশিতঃ ১২:০১ পূর্বাহ্ন | এপ্রিল ১৫, ২০১৯

শার্শা সীমান্তে ফেনসিডিল ও এনাগ্রা ট্যাবলেটসহ আটক ১

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শা সীমান্তে পৃথক অভিযানে ১৫১ বোতল ফেনসিডিল ও ১৫০পিস এনাগ্রা যৌন উওেজক ট্যাবলেটসহ আবুল কালাম ওরফে মাসুদ (৩৭) নামে এক গ্রাম্য ডাক্তারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার দুপুরে ডিহি ইউনিয়নের পাকশিয়া বাজার ইমা ফার্মেসী থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ শার্শা উপজেলার শালকোনা গ্রামের গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শাককোনা বিওপি ক্যাম্পের হাবিলদার ওসমানের নেতৃত্বে উপজেলার পাকশিয়া বাজারে ইমা ফার্মেসিতে অভিযান চালায়। এসময় ৮বোতল ফেনসিডিল ও ১৫০পিস ভারতীয় এনাগ্রা যৌন উওেজক ট্যাবলেটসহ আবুল কালাম ওরফে মাসুদ কে আটক করা হয়।

অপরদিকে একই দিন কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের হাবিলদার আব্দুর রশিদের নেতৃত্বে বিজিবির টহলদল কাশিপুর সীমান্তের পশ্চিমপাড়া মাঠের ৩৭নং পিলারের বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে ১৪৩বোতল ফেনসিডিল জব্দ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতর বিরুদ্ধে শার্শা থানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

দেখা হয়েছে: 586
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪