|

মাদারীপুরে মুক্তিযোদ্ধার কবরসহ কবরস্থান দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

প্রকাশিতঃ ৪:৩০ অপরাহ্ন | অক্টোবর ৩১, ২০১৯

মাদারীপুরে মুক্তিযোদ্ধার কবরসহ কবরস্থান দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে দুই মুক্তিযোদ্ধার কবরসহ প্রায় এক‘শ বছরের একটি পারিবারিক কবরস্থান দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে, লোকমান হোসেন পুস্তি ও তার সহযোগিদের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। তাদের অভিযোগ এই কবরস্থানে বর্তমানসহ পূর্ব পুরুষদের প্রায় ২৩/২৪টি কবর রয়েছে। শুধু তাই নয় এই কবরস্থানে আবদুল হক পুস্তি ও কলম পুস্তি নামে দুইজন বীর মুক্তিযোদ্ধার কবর রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, “মাদারীপুর সদর উপজেলার ৮৫ সং চরনাচনা মৌজায় ২১৬ খতিয়ানে ৪৬২ দাগে কবরস্থান এবং ৫১৬ দাগে সরকারী প্রতিষ্ঠানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে।

মামলায় স্বাক্ষীদের জবানবন্দী গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এখন শুধু রায়ের অপেক্ষা। আদালতে মামলা চলমান অবস্থায় লোকমান হোসেন পুস্তি তার বাহিনী নিয়ে রাতের আধারে কবরস্থানের উপর একটি দোচালা ঘর এবং ২৩/২৪টি কবরসহ বাউন্ডারী দিয়ে দখলের পায়তারা করছে।

এ ছাড়াও ৫১৬ দাগে সরকারী প্রতিষ্ঠান ফ্লাডসেন্টারের জমি দখল করে ঘর নির্মাণ করে। পরবর্তীতে আদালত দুইবার উচ্ছেদ করেছে। বর্তমানে সেই সরকারী জমিতে ঘর সির্মাণ করে বসবাস করছে।

ফ্লাডসেন্টারের ২৫ শতাংশ জমি মন্ত্রী পরিষদ সচিবের নামে পক্ষে জেলা প্রশাসক, ৩৯ শতাংশ জমি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব পক্ষে জেলা প্রশাসক, মাদারীপুরের দানপত্র দলিল রয়েছে। মসজিদ ও কবরস্থানের জন্য ৭ শতাংশ জমি দানপত্র করা হয়েছে। এ সব দলিলাদী মাননীয় জজ আদালতে দাখিল করা হয়েছে।” এ অবস্থায় লোকমান হোসেন পুস্তি আদালত অবমাননা করে তার দখলবাজী অব্যাহত রেখেছে বলে জানান এলাকার শতাধিক নারী-পুরুষ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক পুস্তি মো: আবদুস সালাম পুস্তি, মহিউদ্দিন পুস্তি, মো: দাদন পুস্তি, হাসিয়া বেগম, সাহেদা বেগম ও মাকসুদা বেগম।

দেখা হয়েছে: 469
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪