|

ময়মনসিংহে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংর্ঘষ হামলা, আহত ৩

প্রকাশিতঃ ৬:৪৬ অপরাহ্ন | জুলাই ০৬, ২০১৯

ময়মনসিংহে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংর্ঘষ হামলা, আহত ৩ (2)

মোঃ কামাল, ময়মনসিংহঃ ময়মনসিংহ সদর উপজেলার ৬ নং চরঈশ্বরদিয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চশমা প্রতীকের সতন্ত্র প্রার্থীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে একই সংঘর্ষের ঘটনায় নৌকার তিন সমর্থক আহত হয়েছে বলে দাবি করেছেন আ’লীগ প্রার্থী জিয়াউল হাসান ইমরান। শনিবার (৬ জুলাই ) মধ্যরাতে চরলক্ষীপুর মড়লপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এবিষয়ে ৬ নং চরঈশ্বরদিয়ায় ইউপির চশমা প্রতীকের সতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান সরকার অভিযোগ করে বলেন, নির্বাচনী মাঠে চশমার ব্যাপক জনপ্রিয়তাকে বাধাঁ দিতে রাতের অন্ধকারে বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে নৌকার সমর্থকরা। এছাড়াও আমার সমর্থকদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী জিয়াউল হাসান ইমরান বলেন, চরলক্ষীপুর মড়লপাড়ায় নৌকার পোষ্টার ছিড়ায় বাধাঁ দিলে আমার সমর্থকদের কুপিয়ে আহত করেছে চশমার সমর্থকরা। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে চশমার প্রার্থী এ হামলা চালিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। হামলার ঘটনায় ২৩ জনের নামে মামলা হয়েছে। প্রধান আসামি রফিকুল ইসলাম সরকারসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দেখা হয়েছে: 553
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪