|

ময়মনসিংহে শাকিল হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিতঃ ৮:৪২ অপরাহ্ন | জুন ২৭, ২০১৯

ময়মনসিংহে শাকিল হত্যার প্রধান আসামি গ্রেফতার

মোঃ কামাল, ময়মনসিংহঃ ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় চাঁদা আদায় করতে গিয়ে নমনিয় হওয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করেছে ওপর বন্ধু। এলাকায় পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদা আদায় নিয়ে এ হত্যাকান্ড হয়েছে বলে সূত্রে জানা গেছে।

এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের প্রধান আসামি লিমনকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

জানা যায়, ২৫ জুন মঙ্গলবার ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালের এক নিজ বাসায় একই প্রতিষ্ঠানের নার্সের সাথে পরকীয়াকালে এলাকাবাসী আটক করে। বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় কাউন্সিলর মিমাংশা করে দেয়।

পরে পরকীয়াকারীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে লিমনসহ কয়েকজন যুবক। চাঁদার টাকা একদিন পরে দিতে রাজি হয় সেই কর্মচারী। এতে সমর্থন দেয় শাকিল। কিন্তু লিমন তাৎক্ষনিক চাঁদার টাকা দাবি করে।

এ নিয়ে কথা কাটাকাটি হয় শাকিলের সাথে লিমনের। এক পর্যায়ে শাকিলকে বুকে ছুড়িকাঘাত করে লিমন।

আহত লিমনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক বিধায় চিকিৎসক ঢাকার বক্ষবিধি হাসপাতালে রেফার্ড করে। ২৬ জুন বুধবার সেখানেই শাকিল মৃত্যুবরণ করে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনার দিনই দুজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। পরে ২৭ জুন ভোর ৫ টায় গাজিপুর থেকে হত্যাকান্ডের মূল আসামি লিমনকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানার ওসি আপারেশন খন্দকার শাকের আহমেদ এর নেতৃত্বে একটি টিম।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম বলেন, শাকিল হত্যাকান্ডে জড়িত মূল আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। জিগ্যাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

দেখা হয়েছে: 520
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪