|

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান কাঁদে করে ত্রাণ পৌঁছে দিচ্ছেন

প্রকাশিতঃ ৭:২৪ অপরাহ্ন | এপ্রিল ০২, ২০২০

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান কাঁদে করে ত্রাণ পৌঁছে দিচ্ছেন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে কর্মহীন গৃহবন্দীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছনে লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু পাটোয়ারী। এসময় নিজেই কাঁধে করে দিনমজুরদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন।

হঠাৎ পথে দেখা হয় ৭০ বছরে এক বৃদ্ধের সঙ্গে। সাথে-সাথে নিজের কাঁধের খাদ্যসামগ্রীর ব্যাগ তুলে দেন বৃদ্ধের হাতে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তার নিউ ইউনিয়নের তালহাঠি, এনায়েতপুর, আবিরনগর ও হাব্বিপুর গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এতে উপস্থিত ছিলেন, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মো. মিজানুর রহমান, উদ্যোক্তা মো. আরজুসহ প্রমুখ।

অন্যদিকে এনায়েতপুর-হাব্বিপুর সীমান্তবর্তী সংলগ্ন একটি জলা থেকে ড্রেশার মিশন বসিয়ে বালু উত্তোলন দেখে চেয়ারম্যান সাথে-সাথে বন্ধ করে দেয়।

জানতে চাইলে ইউপি মোশারেফ হোসেন মুশু বলেন, দিনমজুররাই জনপ্রতিধিদের সম্বল। সুখে-দুঃখে তাদের সঙ্গে থাকা আমাদেরও প্রয়োজন। মরণব্যাধি করোনা নিয়ে দেশের এই বিপর্যস্ত সময়ে তাদেরকে সহযোগীতায় দলমত নির্বিশেষে সবার এগিয়ে আসা উচিত। আমি নিজেই দিনমজুদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।

দেখা হয়েছে: 2169
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪