|

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর খুনি আটক

প্রকাশিতঃ ৯:১০ অপরাহ্ন | মে ০৪, ২০২০

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর খুনি আটক

নিজস্ব প্রতিবেদক, ত্রিশালঃ ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুলকে খুনের ঘটনায় জেলা পুলিশ মূল ঘাতককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার নাম আশিকুজ্জামান আশিক (২৭)। পিতার নাম মৃত সোহেল মিয়া। বাসা ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি জামতলা মোড়।

আজ বিকেলে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান সাংবাদিকদের আশিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় আশিককে গত রবিবার সন্ধ্যার দিকে নগরীর আকুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার চোর ও মাদকসেবী বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য গত ১ মে নগরীর তিনকোনা পাড় এলাকায় একটি মেসে থাকা অবস্থায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খান (২২) ভোররাতে দুর্বৃত্তর হাতে আহত হয়ে মারা যায়। তৌহিদুলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েকদিন ধরেই নজরুল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।

পুলিশ জানায়, খুনের ঘটনার ২ দিন আগে নিহত শিক্ষার্থী তৌহিদুলের সাথে খুনি আশিকের সামান্য বিষয় নিয়ে এলাকাতে বাকবিত হয়। সে সময় খুনি আশিক নিহত শিক্ষার্থী তৌহিদুলের মোবাইলটি দেখে তা পাওয়ার লোভ করে। এরপর আশিক গোপনে বাসা চিনে আসে তৌহিদুলের।

রাত ৩টার দিকে আশিক মোবাইলটি চুরির উদ্দেশ্যে তৌহিদুলের ঘরে প্রবেশ করলে তৌহিদুল তা দেখে ফেলে। একপর্যায়ে দুজনের মাঝে ধস্তাধস্তি হয়। তখন ঘরে থাকা একটি রড দিয়ে তৌহিদকে আঘাত করে খুনি আশিক পালিয়ে যায়। এরপর গুরুতর আহতাবস্থায় তৌহিদকে নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২ মে তৌহিদুলের বাবা সাইকুল ইসলাম কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর জেলা ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ খুনিকে গ্রেপ্তারে মাঠে নামে। ৪৮ ঘণ্টার মাধ্যেই খুনিকে গ্রেপ্তারে সক্ষম হয় জেলা পুলিশ।

দেখা হয়েছে: 527
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪