|

হিলিবার্তা’র ১৬ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

প্রকাশিতঃ ২:৪৮ পূর্বাহ্ন | জুলাই ৩০, ২০১৮

হিলিবার্তা’র ১৬ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

আলম হোসেন অলি, হিলি প্রতিনিধি:
সাহসী সংবাদ প্রকাশের মাধ্যমে হাটি হাটি পা পা করে একের পর এক সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে ব্যাপক জনপ্রিয়তায় ১৭ বর্ষে পা দিলো উত্তরাঞ্চলের বহুল প্রচারিত সাপ্তাহিক হিলিবার্তা। একদিকে সমাজের প্রভাবশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে নানান অসংগতি, অনিয়ম, দুর্নীতির সংবাদ যেমন প্রকাশ করেছে। তেমনি সাফল্য, উন্নয়নের সংবাদ প্রকাশের মাধ্যমে অনুপ্রেরণা দিয়ে গেছে হিলিবার্তা।

শনিবার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে হাকিমপুর প্রেসক্লাবে পালিত হয়েছে ১৭ বর্ষ পদার্পণ অনুষ্ঠান। এ উপলক্ষে দোয়া ও আলোচন সভা অনুষ্ঠিত হয়। কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন দিনাজপুর ৬ সংসদ সদস্য শিবলী সাদিক।

পত্রিকাটির সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ মোজাম্মেল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁ কেন্দ্রের উপ বার্তা নিয়ন্ত্রক হায়দার আলী, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, জেলা পরিষদ সদস্য এ্যডভোকেট রবিউল ইসলাম, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বানু চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, সাবেক মেয়র ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ, পত্রিকার প্রকাশক গোলাম মোস্তাফিজার রহমান মিলন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন।

বক্তব্য রাখেন হিলি আমদানি রফতানী কারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, হাকিমপুর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মামুনুর রশিদ আজাদ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন মল্লিক প্রতাব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, সায়েম সবুজ ঘোড়াঘাট প্রেস ক্লাবের সভাপতি সামসুল ইসলাম সামু।

অনুষ্ঠানে হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, ফুলবাড়ী, পাঁচবিবি ও জয়পুরহাটসহ বিভিন্ন এলাকার জন প্রতিনিধি, সূধীবৃন্দ, সাংবাদিক ও সমাজকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা হিলিবার্তার সাহসী সংবাদ প্রকাশের ভূয়শী প্রশংসা করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক মাসুদুল হক রুবেল।

দেখা হয়েছে: 655
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪