|

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরগঞ্জে নৌকার জয়

প্রকাশিতঃ ৪:৫৯ অপরাহ্ন | এপ্রিল ০১, ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরগঞ্জে নৌকার জয়

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ চতুর্থ দফায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার নির্বাচনে ৯৭টি কেন্দ্রে কোন প্রকার গোলযোগ ছাড়াই সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়া। এতে নৌকা প্রতিক বিজয়ী লাভ করেন।

উপজেলা নির্বাচন অফিসের দেওয়া ফলাফলে দেখা যায়ঃ–

উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী ৬৩ হাজার ৩’শ ৫৫ ভোট পেয়ে মাহমুদ হাসান সুমন বিজয় লাভ করেন। তার নিকটতম আনারস প্রতীক স্বতন্ত্র প্রার্থী বদরুল আলম প্রদীপ ৫১ হাজার ৯শ ২৫ ভোট পেয়ে ১১হাজার ৪শত ৩০ ভোটের ব্যবধানে পরাজিত হন।



অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে ছাত্রলীগ সভাপতি টিয়া প্রার্থী ৪০ হাজার ৯২ ভোট পেয়ে ফরিদুল্লাহ ফরিদ বেসরকারিভাবে বিজয় লাভ করেন। তার নিকটতম হাঁস প্রতীক প্রার্থী ছাইদুল গনী ভুঁইয়া পেয়েছেন ২৯ হাজার ৪শ ১৮ ভোট পেয়ে ১০হাজার ৬শত ৭৪ ভোটের ব্যবধানে পরাজিত হন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা হাসান কলস প্রার্থী ৭৩ হাজার ২’শ ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয় লাভ করেন। তার নিকটতম হাঁস প্রতীক প্রার্থী শেফালি হামিদ পেয়েছেন ২৩ হাজার ৯শ ৭০ ভোট পেয়ে ৪৯হাজার ২শত ৫৯ ভোটের ব্যবধানে পরাজিত হন।

প্রসঙ্গত, উপজেলা পরিষদ নির্বাচনে ৯৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়াম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

দেখা হয়েছে: 664
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪