|

মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত

প্রকাশিতঃ ১:০২ অপরাহ্ন | নভেম্বর ০৩, ২০২১

ফারুক হোসেন মাটিরাঙ্গা, খাগড়াছড়িঃ পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শোকাবহ জেল হত্যা দিবস-২০২১।

(৩ নভেম্বর) বুধবার সকালে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখা ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল বনিক।

মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন’র সঞ্চালনায় জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা আওয়ামী লীগ নেতা আলী হোসেন, ওয়ালীউল্ল্যাহ মেম্বার, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রকিবুল হাসান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু তালেব, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি শাহাদাত হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অল্প কিছুদিন পরেই বঙ্গবন্ধুর আস্থাভাজন উত্তরসুরী জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল। মুলত ১৯৭৫ সালের ৩রা নভেম্বরের এই দিনে জাতিকে নেতৃত্ব শুন্য করার লক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাবেক উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আ হ ম কামারুজ্জামানকে গুলি করে হত্যা করে স্বাধীনতা বিরোধী ঘৃন্য চক্রান্তকারীরা। সেই সকল চক্রান্তকারীদের অবিলম্বে ট্রাইবুনাল গঠন করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছি।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, উপজেলা আওয়ামী লীগ নেতা হিরণ জয় ত্রিপুরা, মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ হারুন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 173
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪