|

নীলফামারীতে ইটভাটার মালিককে ৯০ হাজার টাকা জরিমানা

প্রকাশিতঃ ৬:২৬ অপরাহ্ন | মার্চ ১০, ২০২০

জরিমানা

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জেলা সদরের তিনটি ইটভাটা মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার(৯মার্চ) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক বেলায়েত হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন।

জানা গেছে, জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নে অবস্থিত টিএবি ব্রিকস-এক, টিএবি ব্রিকস দুই ও এমএস ব্রিকস নামের ওই তিন ইটভাটা মালিককে ওই জরিমানা করা হয়। জরিমানার অর্থ নগদ বুঝে দেন সংশ্লিষ্ঠ ইটভাটা মালিকগণ।

এদের মধ্যে টিএবি ব্রিকস-এক কে ৩০ হাজার, টিএবি ব্রিকস-২কে ২৫ হাজার এবং এমএস ব্রিকসকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নীলফামারী জেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় যৌথভাবে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বাংলাদেশ স্টান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয়ের মাঠ কর্মকর্তা (সিএম) দেলোয়ার হোসেন বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ওই তিন ইটভাটা ইট উৎপাদন এবং বিক্রয় ও বিতরণ করে আসছিলেন।

বিএসটিআই এর আইন ২০১৮ এর সংশ্লিষ্ঠ ধারায় ওই তিন ইটভাটার মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তারা নগদ বুঝে দিয়েছেন। ইটের মান পরীক্ষার জন্য আগামী ১৫ দিনের মধ্যে তাদের ইটের নমুনা পাঠাতে বলা হয়েছে। ওই সময়ের মধ্যে নমুনা না পাঠালে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

দেখা হয়েছে: 415
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪