|

ডোমারে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন

প্রকাশিতঃ ১০:৩৯ অপরাহ্ন | জুলাই ০১, ২০১৯

ডোমারে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন

নীলফামারী প্রতিনিধিঃ রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন,ভাতা প্রদান ও পেনশন প্রথা চালুর দাবী এবং জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে দুইদিন ব্যাপি অবস্থান কর্মসূচী পালন করছে ডোমার পৌরসভা ইউনিট।

সোমবার(১জুলাই)সকাল থেকে ডোমার পৌর কাৃর্যালয়ের প্রধান ফটকে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী অবস্থান নিয়ে অবস্থান কর্মসূচী পালন করছে।পৌর কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচী পালন করায় ভোগান্তিতে পরেছে পৌরসভায় নাগরিক সেবা নিতে আসা মানুষজন।

রহমান নামে এক ব্যক্তি জানান নাগরিকত্ব সনদের জন্য পৌরসভায় এসে অবস্থান কর্মসূচীর কারনে নাগরিক সনদ না দিয়ে আমাকে ফিরে দেওয়া হয়েছে। ডোমার পৌরসভার কর্মচারী নুরজ্জামান বাবলা জানান, সাত মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে। বেতন না পাওয়ায় সন্তানদের লেখাপড়া ও পরিবারের খরচ চালানো কষ্টসাধ্য হয়ে পরেছে। ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে। তিনি অবিলম্বে তাদের নায্য দাবী মেনে নেওয়ার জন্য সরকারের নিকট আহবান জানিয়েছেন।

ডোমার পৌরসভা ইউনিটির সভাপতি মোঃ মফিজুল আলম পারভেজ বলেন,আমরা নিরলসভাবে কাজ করে যাই। অথচ নিয়মিত বেতন পাইনা। বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে জীবন যাপন করতে হয়। তিনি বলেন পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন অবিলম্বে চালুর ঘোষনা দিতে হবে।

সাধারন সম্পাদক উজ্বল কানজিলাল বলেন, সারাদেশে ৩২৭টি পৌরসভায় দুই থেকে ৫৮ মাস পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা বেতন না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে।মঙ্গলবার নীলফামারী জেলা প্রেসক্লাবের সামনে জেলার সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচী পালন করবে।

আগামী ১৪ জুলাই ঢাকায় জাতীয় শহীদ মিনারের সামনে মহা-সমাবেশ অনুষ্ঠিত হবে। যদি দাবী দাওয়া মানা না হয় তবে সেদিন থেকে আমরন অনশন কর্মসূচী পালন করা হবে বলেও তিনি জানিয়েছেন।

দেখা হয়েছে: 398
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪