|

ময়মনসিংহে করোনা ভ্যাক্সিনের ২য় ডোজ উদ্বোধন করেন মসিক মেয়র টিটু

প্রকাশিতঃ ৮:০৩ অপরাহ্ন | এপ্রিল ০৮, ২০২১

ময়মনসিংহে করোনা ভ্যাক্সিনের ২য় ডোজ উদ্বোধন করেন মসিক মেয়র টিটু

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ কেন্দ্রে করোনা ভাইরাস ভ্যাক্সিন গ্রহণের মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু ২য় ডোজ উদ্বোধন করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজে বৃহ¯প্রতিবার সকালে তিনি এই টিকা গ্রহণ করেন।

এ সময় তিনি বলেন, করোনা ভ্যাক্সিনের ২য় ডোজ সুষ্ঠুভাবে প্রদানের সম্পূর্ণ প্রস্তুতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রয়েছে। একাধিক কেন্দ্র ও বুথ স্থাপন, টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন এবং করোনা ভ্যাক্সিন রেজিস্ট্রেশন সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভ্যাক্সিনেশনের কার্যক্রম জোরদার রয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সিটি কর্পোরেশন গৃহীত নানা পদক্ষেপ যেমন সচেতনতা ও মাস্ক ক্যাম্পেইন, জীবানুনাশক দ্বারা গুরুত্বপূর্ণ সড়ক ধৌতকরণ, ভ্রাম্যমাণ আদালতসহ সরকারের ১৮ দফা বাস্তবায়নে নানা কার্যক্রমকে তুলে ধরে নাগরিকদের উদ্দেশ্যে মেয়র টিটু আরো বলেন, আপনারা ঘরে থাকুন, করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশনা মেনে চলুন। সামগ্রিক এবং সকলের সচেতনতা ছাড়া করোনা ভাইরাসের বিস্তার রোধ করা কোনভাবেই সম্ভব নয়।

পরবর্তীতে মেয়র ময়মনসিংহ মেডিকেল কলেজ করোনা টিকাদান কেন্দ্রের বুথসমূহ পরিদর্শন করেন।

এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবির, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাদেক খান মিল্কি টজু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মহাবুবুল হোসেন রাজীব, এডভোকেট বিকাশ রায়, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. রেডাউর রহমান খান, নগর পরিকল্পনাবিদ মানষ বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ রাজনৈতিক নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।

এছাড়া বৃহ¯প্রতিবার করোনার ২য় ডোজের টিকা গ্রহণ করেছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাদেক খান মিল্কি টজু ও নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দেখা হয়েছে: 553
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪