|

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাজানো মামলা: ক্ষুব্ধ জনগণের মানববন্ধন

প্রকাশিতঃ ৩:৩৫ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৫, ২০২০

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাজানো মামলা

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়ালের বিরুদ্ধে একটি সাজানো মামলা দায়ের করেছে চিহ্নিত চোর আমির হোসেন। মামলা প্রত্যাহার ও সঠিক রহস্য উদঘাটন করে প্রকৃতি-ঘটনার সঠিক বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে চেয়ারম্যানের অনুসারীরা।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) জুম্মার নামাজের শেষে সদর উপজেলার মজুচৌধুরী হাট মসজিদ সংলগ্ন এ মানববন্ধনের আয়োজন করে চেয়ারম্যানের অনুসারীরা।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহজাহান ছৈয়াল, দুলাল মোল্লা, কাজি রেদওয়ান, দেলোয়ার, ইউনুছ, বাচ্চু মাষ্টার, মাষ্টার শফিকুল ইসলাম বাবর, এডভোকেট মোস্তাফিজিুর রহমান সবুজ, ইউনিয়ন ছাত্রলীগের ১ম যুগ্ম আহবায়ক আদনান মাহমুদ রিমন, যুগ্ম আহবায়ক আবদুল খালেদ প্রমুখ।

সম্প্রতি চররহণী মহন ইউনিয়নে চুরি-ডাকাতি বেড়ে গেছে। গত (২৪ আগস্ট) আমির হোসেন নামে এক ব্যক্তি চুরি করতে গিয়ে জনতার হাতে গণপিটুনির শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ চেয়ারম্যান ইউসুফ ছৈয়ালকে ফাঁসানো জন্য চোর আমির হোসেনকে দিয়ে একটি লেখিত মামলা দায়ের করেন।

উল্লেখ গত (২৪আগস্ট) আমির হোসেন নামের এক চোরের বিচার করতে গিয়ে তার দেয়া মিথ্যা মামলায় ফেঁসে গেলেন অত্র ইউনিয়ন চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল। মঙ্গলবার রাতে আমির হোসেন বাদী হয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ দশ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও আট জনকে আসামি করে সদর থানায় এই মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে বুধবার ভোররাতে পুলিশ জুলহাস, দেলু মুন্সী ও সাইজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে।

মানববন্ধনে বক্তরা বলেন, সম্প্রতি আমির হোসেন স্থানীয় বাচ্চু মাস্টারের বাড়ীতে গভীর রাতে চুরি করতে প্রবেশ করলে হাতে-নাতে আটক হন। এরপর ক্ষুব্ধ জনতা আমির হোসেনকে গণ-ধোলাই দেয়। এ সত্য-ঘটনাকে ধামা-চাপা দিতে একটি চক্র চেয়ারম্যান ইউসুফ ছৈয়ালকে আমির হোসেনকে বাদি করে একটি মামলা দায়ের করেন। এ মামলা আসামী করা হয় ইউসুফ ছৈয়ালকে।

দেখা হয়েছে: 569
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪