|

গৌরীপুরে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচী পালন

প্রকাশিতঃ ৩:৪৮ অপরাহ্ন | নভেম্বর ২৯, ২০২০

গৌরীপুরে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচী পালন

আরিফ আহম্মেদ ॥ করোনার ২য় ঢেউ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের ঘোষিত ‘কর্মসূচি নো মাস্ক, নো সার্ভিস’ গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।

মাস্ক ব্যবহারে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সংগঠনের অংশ গ্রহনে অনুষ্টিত র্যা লীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। এর পূর্বে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ পরিষদে সেবা নিতে আসা ব্যাক্তিদের মাঝে মাস্ক বিতরণ করেন ও যারা মাস্ক পড়ে পরিষদে এসেছেন তাদের রজনীগন্ধা দিয়ে শুভেচ্ছা জানান। করোনা ভাইরাসের টিকা না আসা পর্যন্ত তিনি সকলকে মাস্ক ব্যবহার করতে আহবান জানান।

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: আব্দুল মান্নান, পিআইও সোহেল রানা পাপ্পু, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, সমাজসেবা ও সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্কাউট গৌরীপুর, আইসিটি শিক্ষক ফোরাম, বিডি ক্লিন, গৌরীপুর, যুগান্তর স্বজন সমাবেশ, সান বহুমুখী সমবায় সমিতিসহ বিভিন্ন সমাজসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন র্যািলীতে অংশ গ্রহণ করে। এছাড়াও জনসচেতনা বৃদ্ধি ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সেচ্ছাসেবীদের সহযোগিতায় মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচীটি ময়মনসিংহ জেলায় একযুগে একই সময়ে পালন করা হয়েছে। এখন থেকে ময়মনসিংহ জেলায় সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত অফিস বা প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া গেলে কোনো সেবা পাওয়া যাবে না।

নো মাস্ক, নো সার্ভিস

দেখা হয়েছে: 342
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪