|

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে ১৫ পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২০

প্রকাশিতঃ ৭:৪৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৩, ২০২২

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে ১৫ পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২০

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়াণাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ২০ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টীম নগরীর রহমতপুর বাইপাস সংলগ্ন জামিয়া কাসেমিয়া মাদ্রাসার সামনে থেকে দস্যুতা মামলার আসামী আজহারুল ইসলাম ওরফে আরজুকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়।

এসআই কল্পনা আক্তারের নেতৃত্বে একটি টীম ব্রাহ্মপল্লী থেকে ২১ পিচ নেশাজাতীয় ইনজেকশণসহ মাদক ব্যবসায়ী নয়ন মিয়া, এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা নামাপাড়া থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী মাসুম মিয়া, এসআই তানজিল আল আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ডাকাতির চেষ্টা পুরাতন মামলার আসামী অন্তর, ও মুসা মিয়াকে গ্রেফতার করে।

এছাড়া এসআই দিদার আলম, এসআই শাহ মিনহাজ উদ্দিন, এসআই ফারুক হোসেন, এসআই জহিরুল ইসলাম, এসআই তানজিল আল আসাদুজ্জামান, এসআই কুমোদলাল দাস, এসআই মানিকুল ইসলাম, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই সুজন চন্দ্র সাহা, এএসআই ইলিয়াছ খান, এএসআই সাইফুল ইসলাম, এএসআই আল আমিনের নেতৃত্বে একটি টীম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা জিআর ও সিআর মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১৫ আসামীকে গ্রেফতার করে।

তারা হলো, স্বপন, মোঃ খলিল, নাদিম হোসেন, মোঃ রনি মিয়া, রাজু মিয়া, মোঃ হাসু মিয়া, খলিল মিয়া, আজা মিয়া, মোঃ বিষু মিয়া, হাজেরা খাতুন, ইব্রাহিম মিয়া, মোঃ রুবেল, রাজিব দেবনাথ, সাগর ওরফে কলা সাগর ও মোঃ সোহেল। তাদের সকলকে রৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি আরো জানান, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে। এ জন্য সকলের সহযোগীতা প্রয়োজন রয়েছে।

দেখা হয়েছে: 144
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪